আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কমিশনারেটের সক্ষমতা ও কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, করদাতাকে অকৃপন সেবা প্রদান ও তাঁদের সাথে সম্পর্কোন্নয়ন, করদাতা ও অংশীজনদের সুপরামর্শ ও সহায়তা নিয়ে আইনের সুষ্ঠু প্রয়োগ ও দলগত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রতি অর্থবছরে এ কমিশনারেটের জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা।
মূল্য সংযোজন কর, আমদানি শুদ্ধ, সম্পূরক শুল্ক ও টার্নওভার কর এবং অন্যান্য শুল্ক ও কর বহির্ভূত রাজস্ব তথা দেশীয় সম্পদ আহরণের মাধ্যমে আমাদের প্রিয় দেশকে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর এবং উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে তুলে ধরা।
ঠিকানা: ১৬০/এ, আইডিবি ভবন, ৪র্থ ও ৫ম তলা, কাকরাইল, ঢাকা
টেলিফোন: 02-48315459
ফ্যাক্স: 02-8315459
ইমেইল: cevdhksouth@yahoo.com